ঢাকা: শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচারসহ কয়েকটি দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (০৩ মে) সকালে সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
জানা গেছে সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি দাবি জানানো হবে সমাবেশ থেকে। এসব দাবির মধ্যে রয়েছে—২০১৩ সালের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচার, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত করা, সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণহত্যা বন্ধ করা।
গত ২৯ এপ্রিল খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক সমাবেশের কথা জানান।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে হেফাজতে ইসলামের আরেক যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক জানান, সমাবেশে সারা দেশ থেকে লোক আসবে। অন্তত পাঁচ হাজার বাসে তারা আসবেন। এ নিয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দাবি পূরণ না করা হলে ঢাকাসহ সারা দেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আরএইচ