ঢাকা: আগামী দুই মাসে এক কোটির বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছে বিএনপি।
দলের প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর আজ বৃহস্পতিবার (৮ মে) এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তিনি জানান।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, এবার শুধু নবায়ন নয়, আমাদের কাজ শুরু হবে আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দুই মাস। এই সময়ে নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।
তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী প্রায় এক কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ করব আমরা ইনশাল্লাহ।
রিজভী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা কঠিন ছিল। দলীয় কার্যালয়ে হামলা ও জিনিসপত্র ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে। এই প্রতিষ্ঠান একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠে। সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যুদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর ওপর বার বার আক্রমণ করেছে।
তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও দলকে পুনর্গঠনের কাজ চলছে এবং সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে দলে কত লোক আগ্রহী তা জানা যাবে।
রিজভী আশা প্রকাশ করেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপি মনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন এটা আমরা প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই।
অন্য দল থেকে বা পূর্বে আওয়ামী লীগ করা কেউ বিএনপিতে আসতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, "কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়ত এক সময়ে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার। এটাকে যারা পছন্দ করেনি। এই ধরনের মানুষ হয়ত তা্রা আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কেনো?"
তিনি আরও বলেন, "আমাদের চিন্তা হলো সমাজের ফ্রেশ মানুষ। একজন ভদ্রলোক হয়ত অবসর গ্রহণ করেছেন, তিনি অন্তরে বিএনপিকে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন এনজিও কর্মী-কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন। এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নেই্। তিনি আমাদের আদর্শ বিশ্বাস করেন কিনা এটাই দেখার। "
প্রাথমিক সদস্য হওয়ার প্রক্রিয়ায় একটি আবেদন ফরম পূরণ করতে হবে এবং পরবর্তীতে তা যাচাই-বাছাই করা হবে বলে জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএসএস/আরএ