ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ.লীগের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, মে ১৯, ২০২৫
আ.লীগের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপস নয়। কেউ আপস করতে চাইলে, আমরা বাধা দেবো।

 

সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।  

আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যে দলটি বিএনপির চেয়ারপারসনকে বিনা কারণে কারাবন্দি রেখেছে, তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়েছে, যাদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা মামলা করা হয়েছে— আমরা সেই আওয়ামী লীগের পুনর্বাসন করবো, এটা কীভাবে সম্ভব?’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, এই সময়ে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। শুধু জুলাই আন্দোলনেই সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অসংখ্য মানুষ আহত ও অঙ্গহানির শিকার হয়েছেন। ’

নজরুল ইসলাম খান বলেন, ‘এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদী সরকারের পতন। ফ্যাসিবাদের পতন ঘটেছে ঠিকই, কিন্তু এখনো জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ৩১ দফা রূপরেখা রয়েছে, যেটি ২০১৭ সালে খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ও ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমানের ঘোষিত ২৭ দফা আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছে। আজকের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবগুলোর অনেক অংশ আমাদের রূপরেখাতেই অন্তর্ভুক্ত আছে। ’

তিনি আরও বলেন, ‘আমরা চাই দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকুক—এটা আমরাই প্রথম বলেছি। সংবিধান সংশোধনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা হোক। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে। ’

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।  

টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।