ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চলছে। বুধবার (২১ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে রিটের রায় দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২২ মে) রায় ঘোষণা করবেন বলে আদালত সময় দেন।
এরপর তারা কাকরাইল মোড়ে সারারাত থাকার কর্মসূচিতে অবস্থান নেন।
বৃষ্টির মধ্যেই কাকরাইল মসজিদের মোড়ে স্লোগানে স্লোগানে উত্তাল করে রাখেন আন্দোলনকারীরা।
যমুনার সামনের সড়কটিতে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। সামনে রাখা হয়েছে জলকামান। সর্তক অবস্থানে রয়েছে পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বাংলানিউজকে বলেন, সরকারের যদি কোনো ষড়যন্ত্র না থাকতো, আদালত নিজস্ব গতিতে চলতো, ইশরাকের মেয়র ঘোষনার রায়টা সঠিক সময়ে দিয়ে দিতেন। সরকারের গরিমসি করার কারনে আদালত রায় দিতে পারছেন না। তাই আমরা এই আন্দোলনে নেমেনি। আজ রাত ১০টা পর্যন্ত কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চলবে। আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে রায় না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান নিয়ে আন্দোলন করবো।
জেএইচ