ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাম্য হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, মে ২২, ২০২৫
সাম্য হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ ছাত্রদলের সাম্য হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ ছাত্রদলের

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিভিন্ন দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টায় তুমুল বৃষ্টির মধ্যেই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করে তারা।

এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পার্শ্ববর্তী রাস্তা খোলা থাকায় রিকশাসহ কিছু কিছু যানবাহন ওই পথ দিয়ে চলাচল করতে দেখা গেছে। এছাড়া অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন চলাচলে ছাড় দেওয়া হয়।

এ সময় শাহবাগ মোড় অবরোধকারী ছাত্রদল নেতাকর্মীদের ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়’ বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিজ জাস্টিস', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে'-এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্য হত্যাকাণ্ডের মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে নিরাপদ ক্যাম্পাসেরও দাবি জানিয়েছেন তারা।

ছাত্রদল নেতারা জানান, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন। পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও অবস্থান নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাম্য হত্যার বিচার দাবিতে গত কয়েকদিন ধরেই ছাত্রদল শাহবাগ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য গত ১৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এরপর থেকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে লাগাতার কর্মসূচি পালন করছে ছাত্রদল।  

এসসি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ