নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ৪ আগস্ট আমি ফোকাসে চলে আসি। কারণ আমি দেখছিলাম আমি গেলে আন্দোলনে অনেক সাধারণ মানুষও যুক্ত হচ্ছিল।
নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে জুলাই আন্দোলনের মতো একটি আন্দোলনের জন্য দেশের আঠারো কোটি মানুষ অপেক্ষা করেছে। এটি ছিল একটি গণবিস্ফোরণ। নাগরিক অধিকার ছিল না দেশে। ফলে এ বিস্ফোরণ হয়েছে। এটা একটা দৃষ্টান্ত যে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আমি দাবি জানাই তাদের যেন শাস্তির আওতায় আনা হয়।
দেশের সবচেয়ে বড় আন্দোলন হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এখানে কত শত মানুষ মারা গেছে আমরা বলতে পারবো না। এখানে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। তবুও মানুষ রাস্তা ছাড়েনি। তাদের একটাই কথা ছিল যে আমরা এ দেশটাকে স্বাধীন হিসেবে দেখতে চাই। এ স্বাধীনতা পরিপূর্ণতা পাবে যখন ভোটাধিকার ফিরে আসবে।
তিনি আরও বলেন, আমরা সেসময় ভিপিএনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আন্দোলন সমন্বয় করেছি। আমাদের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্ররা যোগাযোগ করে আন্দোলন বেগবান করেছেন। সাধারণ মানুষেরও ব্যাপক অংশগ্রহণ ছিল আন্দোলনে।
আন্দোলনে আহত ও নিহতের পরিবারের পাশে বিএনপির অবস্থান আছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনে অনেকে আহত ও নিহত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সবসময় তাদের সঙ্গে থাকি। আমরা ঈদে তাদের সহযোগিতা করেছি। পাশাপাশি দলীয়ভাবে আমরা ফান্ড করছি যেন সারা বছর তাদের সাহায্য করতে পারি। পাশাপাশি আহতদের জন্য আমাদের সেল গঠন করা হয়েছে।
এমআরপি/আরআইএস