ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ যেসব দাবি তুলবে জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুলাই ১৭, ২০২৫
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ যেসব দাবি তুলবে জামায়াত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার (১৯ জুলাই) জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমাবেশ থেকে যেসব দাবি তোলা হবে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের এবারের সমাবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও দাবি রয়েছে।

এর মধ্যে প্রধান হলো—নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিকভাবে প্রয়োজনীয় মাঠের সমতা নিশ্চিত করা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। শহীদদের পরিবারকে পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও সহায়তা দিতে হবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যাবতীয় সংস্কারকাজ সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) চালুর দাবি আমরা সমাবেশে তুলবো। একইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হবে, যাতে তারা বিদেশ থেকেও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়েও দাবিগুলো থাকবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামীর ওপর নানা ধরনের রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। এ কারণেই আমরা রাজনৈতিক সমাবেশের উদ্যোগ নিয়েছি, যেখানে সব রাজনৈতিক শক্তিকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

সমাবেশ আয়োজনের বিষয়ে তিনি বলেন, এরইমধ্যে একটি কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটি গঠনসহ সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিপুল জনসমাগমের ফলে রাজধানীতে সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ ও যানজট তৈরি হতে পারে। এজন্য আমি আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা দেশ ও মানুষের কল্যাণেই কাজ করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ও ইয়াছিন আরাফাত প্রমুখ।

ডিএইচবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।