ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

আগামীর বিপ্লব হবে ইসলামী বিপ্লব: সাদিক কায়েম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, জুলাই ১৯, ২০২৫
আগামীর বিপ্লব হবে ইসলামী বিপ্লব: সাদিক কায়েম সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ, ইনসেটে সাদিক কায়েম

বাংলাদেশে আগামীতে যে বিপ্লব হবে তা ইসলামী বিপ্লব বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাদিক কায়েম।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। জামায়াতে ইসলামীর সাত দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।  

তিনি বলেন, ২০১৩ সালের ২৮ শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারাদেশে গণহত্যা সংঘটিত হয়েছিল। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছিল। আমাদের ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালিয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আরও বলেন, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হয়েছেন। এভাবে গত ১৬ বছর আধিপত্ববাদের বিরুদ্ধে কথা বলার কারণে অনেক নেতা শহীদ হয়েছেন।

আবু সাঈদ, ওয়াসিম, শহীদ আলী রায়হানসহ জুলাই বিপ্লব এবং আগ্রাসন বিরোধী লড়াইয়ে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান সাদিক কায়েম।

আরকেআর/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।