ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

হাসিনা ও আ.লীগকে কখনো মাফ করবে না জনগণ: দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জুলাই ২৬, ২০২৫
হাসিনা ও আ.লীগকে কখনো মাফ করবে না জনগণ: দুদু বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, ভবিষ্যতেও করবেন না।

তাই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং খুনি শেখ হাসিনার বিচার করবে।

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাটকারী, দুর্নীতিকারী ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। তাদের বিচার না হলে স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৫ বছর যারা আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই-আগস্টে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি অবমাননা হবে। আহতদের প্রতিও তা হবে অসম্মান। তাই তাদের বিচার যত দ্রুত সম্ভব করতে হবে। এই সরকার যদি তা সম্পন্ন করতে না পারে, তবে আগামীতে গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটে ক্ষমতায় আসা সরকার সেই বিচার করবে।

হাসিনা ও আওয়ামী লীগকে লুটপাটকারী, খুনি আখ্যা দিয়ে দুদু বলেন, হাসিনা ও তার দল হিটলারের অনুসারী। তারা দানব, আর এই দানবদের কারিগর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তাকে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনো কেন তাকে প্রধান বিচারপতি বলে সম্বোধন করে, তা আমি বুঝি না। হাসিনা ও খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করেছেন, গণতন্ত্রকে অপমানিত করেছেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও নেতা। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, করবেনও না। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করবে। জনগণ কখনো মাফ করবে না।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ডিএইচবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।