ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে হানাহানি ও সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অশোভন আচরণের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান। কাউন্সিল চলাকালে তারা সহিংসতায় জড়িয়ে পড়েন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে অংশ নেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে সংঘটিত হানাহানির ঘটনায় উক্ত দুই নেতা জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন অর রশিদ বলেন, কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়েছে এবং কারণ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সে দিনের ঘটনা নিয়ে আর কিছু বলতে চাই না।
উল্লেখ্য, ১২ জুলাই শনিবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গীর সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে কাউন্সিলের ফলাফল ঘোষণা চলাকালে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এ সময় হামলার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ভাঙচুর করা হয় তার গাড়িও।
এমএম