ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, আগস্ট ১৯, ২০২৫
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার  সুমন

সাভার (ঢাকা): বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সুমন মনা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন মনা আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।