ঢাকা: সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, প্রেসক্লাব ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ২৯ আগস্ট রাতে পুলিশ-সেনাবাহিনীর কতিপয় সদস্যের হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ শতাধিক নেতাকর্মী আহত হয়। ছয় দিন পেরিয়ে গেলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। বিচার না হলে সামনে সচিবালয় ঘেরাও করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, নুরের ওপর হামলা আসলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ওপর হামলা’ এ হামলার মাধ্যমে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সেনাবাহিনী, পুলিশ ও আমলাদের ভেতরে থাকা দোসররা আওয়ামী লীগকে ফেরাতে চায়। আমরা আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছি, যারা তাদের ফেরাতে চায় জনগণ তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করবে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট এস.এম নুরে এরশাদ সিদ্দিকী বলেন, জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের নির্ভেজাল দোসর। ৯০-এর গণঅভ্যুত্থানে তাদের পতন হলেও পরবর্তীতে তারা রাজনীতিতে পুনর্বাসিত হয়। গত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ছত্রচ্ছায়ায় জাতীয় পার্টি টিকে ছিল। এখন তাদের নতুন বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার প্রজেক্ট সফল হতে দেওয়া হবে না।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সঞ্চালনা করেন সহসভাপতি আরিফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য রবিউল হাসান, মহানগর দক্ষিণ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি ঈসমাইল ও শ্রমিক নেতা রুবেল।
এমএমআই/জেএইচ