ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, ডিসেম্বর ২৯, ২০১৪
রাবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি (রাজশাহী): বিএনপির ডাকা সোমবারের (২৯ ডিসেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

হরতাল চলাকালে দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি বের করা হয়।

পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজলা গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম রুবেলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।