ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: ২০ দলের ডাকা সোমবারের (২৯ ডিসেম্বর) দেশব্যাপী হরতালকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির অভিযোগে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।



পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়ক থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান সোহেলসহ তিনজনকে, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন শিবিরের সভাপতি আবদুল হামিদসহ বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে, রায়পুর উপজেলার দেনায়েতপুরের ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফয়েজ আহমদসহ ১১ জনকে, রামগঞ্জে তিনজনকে এবং চন্দ্রগঞ্জ থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার মো. নাছিম মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ