ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেরপুরে যুবদল কর্মী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
শেরপুরে যুবদল কর্মী আটক ছবি : প্রতীকী

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আবু হায়াৎ সেতু (৩০) নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে তাকে আটক করে দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়।



আটক আবু হায়াৎ সেতু উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিকে ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা. ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।