ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কমলাপুরের রেল দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
কমলাপুরের রেল দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে সংগঠনটির পক্ষে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দলের পক্ষে শোক জানান।



বিবৃতিতে তিনি বলেন,  কমলাপুর রেলস্টেশনে কনটেইনার ডিপোতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে একজন নারীসহ ছয় ব্যক্তি নিহত ও অন্তত ১৫জন আহত হন।

ঘটনাটি রেল কর্তৃপক্ষের অসতর্কতা ও দায়িত্বহীনতার কারণেই ঘটেছে বলে অভিযোগ করে তিনি।
 
বিবৃতিতে মুজিবুর রহমান গভীর শোক প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন এবং নিহত পরিবার পরিজনদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।