ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন শুরু ছবি : জাহিদুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালের প্রথমদিন শুরু হয়েছে। বুধবার ভোর ছয়টা থেকে দুইদিনের হরতালের প্রথম দিন শুরু হয়েছে।



জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে হরতাল ডাকে জামায়াত।  

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবার হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

জামায়াত নেতা মকবুল আহমাদ বলেন, এ ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ৩১ ডিসেম্বর বুধবার এবং ১ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।  

তিনি অভিযোগ করেন, সরকার মিথ্যা ও কাল্পনিক অভিযোগে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করেছে। আর সাজানো সাক্ষীর ভিত্তিতে তার বিরুদ্ধে ‘ন্যায়ভ্রষ্ট’ রায় দেওয়া হয়েছে।

সরকার নানাভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে অভিযোগ করে তিনি বলেন, সরকার বিচারের নামে জামায়াত নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে। কিন্তু তা জনগণ মেনে নেবে না।

জামায়াতের সব নেতার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন এই জামায়াত নেতা।

কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে এক বিবৃতিতে জানায় জামায়াত।

বাংলোদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।