ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

পাবনায় পিকেটার শূন্য হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
পাবনায় পিকেটার শূন্য হরতাল

পাবনা: জামায়াতের ডাকা দেশব্যাপী দুইদিনের হরতালের প্রথমদিন বুধবার (৩১ ডিসেম্বর) পাবনার কোথাও মিছিল বা পিকেটিং হচ্ছে না।

মানবতাবিরোধী অপরাধে দলের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে এ হরতাল ডেকেছে জামায়াত।



হরতাল চলাকালে পাবনা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। তবে সড়ক ও মহাসড়কগুলোতে সিএনজি চালিত অটোরিকশা, টেম্পু, রিকশা, ভ্যান, শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ও করিমন চলাচল স্বাভাবিক রয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকান পাট খুলতে শুরু করেছে। রাস্তায় কোনো পিকেটারকে দেখা না গেলেও শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া নাশকতা ঠেকাতে রাস্তায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।