ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট ছাত্রদল নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
সিলেট ছাত্রদল নেতা আটক ছবি : প্রতীকী

সিলেট: সিলেটে ছাত্রদল নেতা আহমদ চৌধুরী ফয়েজকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ২টায় জিন্দাবাজারস্থ বারুতখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।



আহমদ চৌধুরী ফয়েজ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ও ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের নেতা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারুতখানা পয়েন্ট থেকে মিছিল বের করে ছাত্রদল। এসময় পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। তাৎক্ষনিক পালানোর সময় ফয়েজকে একটি গলির ভেতর থেকে আটক করে পুলিশ।  

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরীর বারুতখানা থেকে আহমেদ চৌধুরী ফয়েজের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ