ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
বান্দরবানে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

বান্দরবান: বান্দরবানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মজিবর রহমান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশীদ রয়েছেন।



সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে বান্দরবান শহরের আওয়ামী লীগ কার্যালয় ও বান্দরবান বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ফের সংঘর্ষ প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ