ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

হাতিয়ায় আ’লীগের গণতন্ত্রের বিজয় সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৫
হাতিয়ায় আ’লীগের গণতন্ত্রের বিজয় সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে সমাবেশ করেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের বাসবভনে গণতন্ত্রের বিজয় দিবস এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



হাতিয়া পৌর মেয়র একেএম ইউছুপ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মহিউদ্দিন মুহিন প্রমুখ।

সমাবেশে বক্তারা, ৫ জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্রের মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শুরু আগে আওয়ামী লীগ সমর্থকদের অংশগ্রহণে একটি বিজয় মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ