ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শমসের মবিন চৌধুরী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
শমসের মবিন চৌধুরী আটক শমসের মোবিন চৌধুরী

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার(৮ জানুয়ারি’২০১৫) রাত ১১টার দিকে তাকে তার বনানী ডিওএইচএস'র বাসা থেকে আটক করা হয়।

তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ডিএমপির গুলশান জোনের এসি নুরুল আলম বাংলানিউজকে বলেন, আমাদের থানা পুলিশ আটক করেনি, ডিবি পুলিশ আটক করে থাকতে পারে।

মহানগর ডিবি কার্যালয় সূত্র মতে, রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত ডিবি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।