ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল মহানগর জামায়াতের নেতাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বরিশাল মহানগর জামায়াতের নেতাসহ আটক ২

বরিশাল: বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির ও এক কর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দার তোরাব আলী সড়ক ও আমতলা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু (৫৫) ও জামায়াতের সদস্য সুলতান খান (৪০)।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুকুল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। তারা সকালে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।