ময়মনসিংহ: মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অসংলগ্ন বক্তব্য দেওয়া বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ময়মনসিংহে বিজয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার আগ মুহূর্তে শহরের ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে এ মিছিল বের হয়।
দীর্ঘ এ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। মিছিলের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও তরুণ আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু।
এ সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খান, রাজনীতিবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক আমির আহমেদ চৌধুরী রতন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, বঙ্গবন্ধু সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক এতুয়ার ইসলাম রচি, যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪