ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

দামুড়হুদায় ২ জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, নভেম্বর ১১, ২০১৫
দামুড়হুদায় ২ জামায়াত নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।



বুধবার (১১ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-দর্শনা পৌরসভার দুই নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইকুল আলম অপু (২৮) ও পাঁচ নম্বর ওয়ার্ড জামায়তের সভাপতি আজিজুল ইসলাম (৪০)। তারা দু’জনই আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী।

পুলিশ জানায়, বুধবার ভোরে দর্শনা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় খোরশেদ আলমের ছেলে সাইকুল আলম অপু ও পরানপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, গ্রেফতারকৃতরা ১৩ জানুয়ারি রাতে দর্শনার কাছে ঢাকাগামী পূর্বশা পরিবহনে ভাঙচুর মামলাসহ একাধিক মামলার আসামি। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ