ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, নভেম্বর ১২, ২০১৫
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের আলীপুর গোরস্থান মোড় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে জনতা ব্যাংক সংলগ্ন ইমাম উদ্দিন স্কয়ারে গিয়ে শেষ হয়।



পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ।

এ সময় অন্যদের মধ্যে ফরিদপুর জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন, ছাত্রদল সহ-সভাপতি হেমায়েত হোসেন হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হাসানুর রহমান মৃধা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদশা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নাল, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লিটন বিশ্বাস, রিয়াজুল করিম সুমন, মাহফুজুর রহমান সবুজ, সাজ্জাদ হোসেন বাবু, শাহরিয়ার রুমি, জাহিদুল ইসলাম জাহিদ, আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াকুব ইদ্রিস আলী, মতিউর রহমান মতিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ