ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

দিনাজপুরে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, নভেম্বর ১৪, ২০১৫
দিনাজপুরে জামায়াত নেতা গ্রেফতার

দিনাজপুর: নাশকতার মামলায় দিনাজপুর খানসামা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল কাফীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার সময় পাকেরহাট এলাকার একটি গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।



আব্দুল্লাহ আল কাফী উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগিরগোপা গ্রামের আছির উদ্দিন মুন্সির ছেলে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃঞ্চ কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আব্দুল্লাহ আল কাফীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ জন্য তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।