ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পাশে আছি’ শুনিয়ে জঙ্গিরাষ্ট্র বানাতে দেওয়া হবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
‘পাশে আছি’ শুনিয়ে জঙ্গিরাষ্ট্র বানাতে দেওয়া হবে না খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: ‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পাশে আছি’ এমন কথা শুনিয়ে দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে দেওয়া হবে না। আন্তর্জাতিক ওই মহলের ষড়যন্ত্র প্রতিহত করা হবে- এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।



রোববার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমি সরাসরি বলতে চাই, আইএস, আল-কায়েদা, লাদেনের জন্মদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। তারা সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগানিস্তাকে ধ্বংস করেছে।

আজ যখন বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, নিম্ন মধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে- তখন আমাদের জঙ্গিরাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে তারা। আর তাদের সঙ্গে যুক্ত হয়েছে ৭১’র পরাজিত দোসররা। নব্য রাজাকার হিসেবে পাশে রয়েছে বিএনপি-জামায়াত।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহনগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসকে/এটি

** জঙ্গিবাদ রুখতে ইমামদের সহায়তা নেবে আ’লীগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।