ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে হরতালের প্রভাব নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সিলেটে হরতালের প্রভাব নেই

সিলেট: জামায়াতে নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই বিভাগীয় নগরী সিলেটে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও সাড়ে ৯টা পর্যন্ত হরতালের পক্ষে দলটির কোনো পিকেটিং বা মিছিল দেখা যায়নি।

পাওয়া যায়নি কোনো অপ্রীতিকর ঘটনার খবরও।

সড়ক মহাসড়কে যান চলাচল করছে প্রতিদিনের মতোই। সংখ্যায় কম হলেও খোলা রয়েছে দোকানপাটও। তাছাড়া খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও।
 
নগরীর সড়কগুলো ছাড়াও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। আন্ত:জেলা ও দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে গেছে সব ধরনের বাস। তবে তা অন্য দিনের থেকে কিছুটা কম। যথাসময়ে ছেড়ে গেছে ট্রেনও।  
 
নগরীতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারী বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহ হলে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করতে দেখা গেছে।
 
তাছাড়া নগর জুড়ে বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ টহল দিচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।  

অন্যদিকে, নগরী ছাড়াও জেলার সবকটি উপজেলার কোথাও হরতাল সমর্থকদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও মহাসড়কগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর টইল অব্যাহত রয়েছে।  
 
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড‍াদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল জামায়াত।

বুধবার (১৮ নভেম্বর) যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড‍াদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
এর প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল জামায়াত।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এএএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।