ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ২৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ২৬ ছবি : প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: নাশকতার আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতভর এ অভিযান চালানো হয়।



গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানায় বিএনপির ৫ ও জামায়াতের ১ কর্মী, শিবগঞ্জ থানায় বিএনপির ৬ ও জামায়াতের ১ এবং গোমস্তাপুর থানায় বিএনপির ১ কর্মী রয়েছে। এছাড়া বাকি ১২ জন বিভিন্ন মামলার আসামি।

জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর, নাচোল এবং ভোলাহাট থানার ওসিরা এ তথ্য জানিয়েছেন।

এদিকে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাদিদের আপীলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই চাঁপাইনবাবগঞ্জে।

সকাল থেকেই ইঞ্জিন চালিত ছোট যানবহনগুলো এবং সোনামসজিদ বন্দর অভিমুখি ট্রাকগুলো বিনা বাধায় চলাচল করতে দেখা গেছে।

শহরের দোকান-পাট, স্কুল-কলেজ এবং অফিস-আদালত খোলা রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের সর্তক পাহারা লক্ষ্য করা গেছে।

এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।