ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে নাশকতার আশঙ্কায় আটক ১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
লক্ষ্মীপুরে নাশকতার আশঙ্কায় আটক ১৯

লক্ষ্মীপুর: জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে জামায়াত-শিবিরের কাউকে রাস্তায় দেখা যায়নি।

এদিকে নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ৩ নেতাসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।



বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার কোথাও হরতালের সমর্থনে নেতাকর্মীদের মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।

হরতাল চালাকালে লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা, পিকআপভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল) মো. নাছিম মিয়া বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নাশকতা ঠেকাতে বিএনপি-জামায়াতের ৩ নেতাসহ ১৯ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।