ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাটোরে জামায়াত নেত্রী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
নাটোরে জামায়াত নেত্রী কারাগারে ছবি : প্রতীকী

নাটোর: নাটোরে শাহনাজ শেলী নামে জেলা জামায়াতের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে শহরের বলারীপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নাটোর শহরের বলারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে জেলা জামায়াতের নেত্রী শাহনাজ শেলীকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

শেলী নাটোর জেলা জামায়াতের মহিলা সম্পাদিকা ও শহরের বলারীপাড়া মহল্লার আব্দুল হাকিমের স্ত্রী।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।