ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাবি শাখার নেতাকে গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ঢাবি শাখার নেতাকে গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

ঢাকা: সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতা আল মেহেদী তালুকদারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপির ছাত্রসংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।


 
বিবৃতিতে ছাত্রদল নেতাদ্বয় বলেন, এ সরকারের জুলুম-নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তাদের কর্মকাণ্ডে এটা বরাবরই প্রকাশ পেয়েছে তারা শান্তির বিপক্ষে। ছাত্র-জনতার ওপর জুলুম-নির্যাতন আর অত্যাচারই তাদের ক্ষমতার মূল মন্ত্র। কিন্তু সব কিছুরই যেমন শেষ আছে, তেমনি অত্যাচারী সরকারেরও পতন আছে। সব অন্যায়-অত্যাচার আর শোষণের জবাব এ দেশের ছাত্র-জনতা অবশ্যই দেবে।
 
মামুন ও হাসান অবিলম্বে আল মেহেদীর নিঃশর্ত মুক্তি দাবি করে সরকারের ‘জুলুম-নির্যাতন’ বন্ধের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।