ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ফিরোজায়’ খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
‘ফিরোজায়’ খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: দীর্ঘ দুই মাস পাঁচ দিন যুক্তরাজ্য সফরের পর বাসভবনে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি নিজের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান।



এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৫টা ৩০ মিনিটে খালেদা জিয়া গুশলানের ২ নং সেক্টরের ৭৯ নং সড়কের বাসা ‘ফিরোজা’র  উদ্দেশে রওয়ানা হন।
 
এদিকে, দলের চেয়ারপারসনকে অর্ভথনা জানাতে আসা নেতাকর্মীরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে না পেরে সড়কে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৫টায় বিমানবন্দর থেকে বেরিয়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করতে করতে বাসার দিকে এগোন খালেদা জিয়া। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়ির বহর ঘিরে স্লোগান দেন এবং ব্যানার, ফেস্টুন, পোস্টার প্রদর্শন করেন।
 
হাজারো নেতাকর্মীর ভিড় ঠেলে গুলশানের বাসায় পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায় বিএনপি প্রধানের।

অন্যদিকে, দুই মাসের অধিক সময় পর দেশে ফেরা  দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, মহিলা দলের সভাপতি নূরে ‍আরা সাফা, বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

তবে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারেননি কেউ। তারা অবস্থান করছিলেন বিমানবন্দরের প্রধান ফটকে। এছাড়া, বিমানবন্দরের প্রধান ফটক থেকে সামনের দিকে রাস্তার দু’পাশে অপেক্ষা করছিলেন বিএনপির শত শত নেতাকর্মী। খালেদার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হতেই নেতাকর্মীদের ভিড়ে মিশে যায়। নেতাকর্মীদের ভিড় ঠেলেই গুলশানের বাসায় পৌঁছান বিএনপি প্রধান।

গত ১৫ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান খালেদা জিয়া। দু’চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য তিনি এ সফরে যান। লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসার পাশের একটি ভাড়া ফ্ল্যাটে অবস্থান করেন। সফরকালে তিনি স্থানীয় বিএনপি আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এবং একটি নাগরিক সভায় যোগ দেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫/আপডেট ১৯৩৯ ঘণ্টা
এজেড/এইচএ/

** ভিড় ঠেলে এগোচ্ছেন খালেদা
** বাসার পথে খালেদা
** শাহজালালে খালেদা
** যাত্রী ছাড়া কেউ ঢুকতে পারছে না বিমানবন্দরে
** দেশের উদ্দেশ্যে খালেদার লন্ডন ত্যাগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।