ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুর মহানগর বিএনপির সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
রংপুর মহানগর বিএনপির সভাপতি কারাগারে মোজাফফর হোসেন

লালমনিরহাট: লালমনিরহাট থেকে র‌্যাবের হাতে আটক রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আগামী রোববার (২৯ নভেম্বর) শুনারির দিন ধার্য করে মোজাফফর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



এরআগে ১৯ নভেম্বর রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকা থেকে র‌্যাব-১৩ মোজাফফর হোসেনকে আটক করে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে। পরে তাকে ১৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেল আদালতে হাজির করা হয়।

আদালতে তার পক্ষ থেকে জামিনের আবেদন করলে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাকে লালমনিরহাট কারাগারে নির্দেশ দেন।
 
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহাফুজুর রহমান বাংলানিউজকে জানান,
আটক বিএনপি নেতার বিরুদ্ধে লালমনিরহাটে কোনো মামলা না থাকলেও রংপুর কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে।

তবে মোজাফফরের স্ত্রী শাহিদা বেগম বাংলানিউজকে জানান, গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাদা পোশাকে র‌্যাব পরিচয়ে ১০/১২ জন রংপুরের শালবনের নিজ বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআর

** রংপুর মহানগর বিএনপির সভাপতি লালমনিরহাট থেকে উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।