ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশি হত্যাকাণ্ড পর্যটনে বাধার সৃষ্টি করবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বিদেশি হত্যাকাণ্ড পর্যটনে বাধার সৃষ্টি করবে না

সিলেট: দেশে সাম্প্রতিক বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় বিদেশি পর্যটক আগমনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সকল  উৎকন্ঠা কাটিয়ে পর্যটন বর্ষ ২০১৬ সালে অন্তত: দশ লাখেরও বেশি বিদেশি পর্যটক আসবে বলে আশাবাদী তিনি।



মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে ওয়ার্কার্স পার্টির কর্মীসভা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বরং বাংলাদেশে কম সংখ্যক বিদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটেছে।

দেশের আইনশৃংখলা পরিস্থিতির যোগ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বরং নিরাপত্তা থাকায় গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশে পর্যটকের সংখ্যা বেড়েছে।

জামায়াত নিষিদ্ধের ব্যাপারে জবাবে মন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল সংগঠন হিসেবে জামায়াতকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে। দলটির নিবন্ধনও বাতিল করেছে নির্বাচন কমিশন। এখন শুধু বাকি আইন করে জামায়াতকে নিষিদ্ধ করা।

এর আগে বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ফাঁসি কার্যকর হওয়া শীর্ষ যুদ্ধাপরাধী সাকা ও  মুজাহিদ  ট্রাইব্যুনালে দাঁড়িয়ে ঔদ্ধত্য প্রকাশ করেছে। শেষ পর্যন্ত নিজেদের দোষ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছে।

তাদের দুজনকেই ‘শয়তান’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘ তাদের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে প্রাণভিক্ষার আবেদন প্রসঙ্গে তাদের পরিবারের সদস্যরা তা অস্বীকার করে শয়তানের মত দেশের মানুষকে বিভ্রান্ত  করার চেষ্টা করছে। এদের ব্যাপারে সিলেটবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও পার্টির সিলেট শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্রানী সেন শম্পার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সম্পাদক মণ্ডলীর সদস্য দীনবন্ধু পাল, অধ্যক্ষ গোলাম আজাদ খাঁন, ছাত্রমৈত্রী সিলেট জেলা শাখার সভাপতি স্বপন দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।