ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করায় ওয়ার্কার্স পার্টির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, নভেম্বর ২৫, ২০১৫
রুশ যুদ্ধবিমান ভূপাতিত করায় ওয়ার্কার্স পার্টির নিন্দা

ঢাকা: সিরিয়ার সীমান্তে তুরস্কের যুদ্ধবিমানের গুলিতে রুশ যুদ্ধবিমান এসইউ-২৪ ভূপাতিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বুধবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ উদ্বেগ ও নিন্দা জানান।



বিবৃতিতে তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের কৌশলে সৃষ্ট এই কথিত ‘ইসলামিক স্টেট’ (আইএস) এখন বিশ্বব্যাপী নৃশংস হত্যাযজ্ঞ চালানোর কারণে উগ্র জঙ্গিবাদী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের এই হত্যা-হামলা থেকে কেউ বাদ যাচ্ছে না। গত এক বছর যাবত এই জঙ্গিবাদী সংগঠন নির্মূলে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র কাজ করলেও কোনো সফলতা পায়নি। রাশিয়া স্ব-উদ্যোগে আইএসবিরোধী অভিযানে নামায় সিরিয়া যখন সুফল পেতে শুরু করেছে ঠিক তখনই তুরস্ক ইচ্ছাকৃতভাবে রাশিয়ার বিমান ভূপাতিত করেছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আইএস নির্মূলে আন্তরিক নয়। তুরস্ক খোড়া যুক্তি দিয়ে বিমান ভূপাতিত করার পেছনে মার্কিন সাম্রাজ্যবাদের মদত রয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট যুক্তি রয়েছে।

বিবৃতিতে তারা আরও বলেন, রাশিয়া আইএসবিরোধী যুদ্ধে আন্তরিক বলেই দেশটিকে নিবৃত করতে তুরস্ককে দিয়ে এই বিমান ভূপাতিতের ঘটনা ঘটানো হয়েছে। এটা চোরকে চুরি করতে বলা, গেরস্তকে ঘর সামলাতে বলার শামিল; রাশিয়া একে পেছনে থেকে ছুরি মারার ঘটনা হিসেবে অবিহিত করেছে।

মেনন ও বাদশা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে এই ধরনের সন্ত্রাসী সংগঠনকে জিইয়ে রাখতে চায়। এ কারণে আইএস নির্মূলে রাশিয়া আন্তরিক হলেও মার্কিন সাম্রাজ্যবাদ একে বাধাগ্রস্ত করতে পেছন থেকে এ ধরনের ছুরি মারার ঘটনা ঘটাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।