ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার জামিন বাতিলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
কিশোরগঞ্জে ছাত্রদল নেতার জামিন বাতিলের নিন্দা

ঢাকা: কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান জামানের জামিন বাতিলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।



সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো ওই বিবৃতিতে অভিযোগ করা  হয়, ‘দেশে কোনো আইনের শাসন নেই। আদালত থেকে যেটুকু নিরপেক্ষ আচরণ মানুষ আশা করে, সময়ের সঙ্গে এখন তাও ক্ষমতাসীনদের দিকে ঝুঁকেছে।

‘বিভিন্ন বানোয়াট ও ভুঁয়া মামলায় বিএনপি, ছাত্রদলের নেতারা আদালতে হাজির হলেই তাদের জেলে পাঠানো হচ্ছে। অথচ সরকার দলীয় নেতাকর্মীরা খুন করেও জামিন নিয়ে দিব্যি ঘুরে বেরাচ্ছে। ’

অবিলম্বে ছাত্রদল নেতা জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) আদালতে হাজির‍া দিয়ে জামিন তা না মঞ্জুর করে জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৬,২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।