ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের গ্রেফতার ও আসামি করার নিন্দা রিপনের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
নেতাকর্মীদের গ্রেফতার ও আসামি করার নিন্দা রিপনের ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: দলের নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।



ড. রিপন বলেন, সারাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের ও গ্রেফতারের অংশ হিসেবেই মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আইনজীবী ফোরামের জেলা যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দীন স্বপন, দৌলতপুর থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মির্জা বাদল, মো. সামান ও যুবদলের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রধানসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে জেলা যুবদল নেতা ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদল নেতা এম ইকবাল হোসেন, কাজী রায়হান উদ্দীন টুকু, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স ও জেলা শ্রমিক দল সভাপতি আব্দুল কাদেরসহ ৩৪ জনের নামে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মুখপাত্র অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং নেতাকর্মীদের আসামি করে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।