ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জে আব্দুল আজিজকে গ্রেফতারের দাবিতে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সুন্দরগঞ্জে আব্দুল আজিজকে গ্রেফতারের দাবিতে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজকে গ্রেফতারের দাবিতে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম সামুর নেতৃত্বে একটি মিছিল শহরের কাঠালতলী মোড় থেকে বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



মিছিল শেষে কাঠালতলী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম সামু, যুগ্ম আহ্বায়ক মোকতাদুল ইসলাম, মশিউর রহমান বিপ্লব, পৌর ছাত্রলীগের আহ্বায়ক খন্দকার মাইদুল ইসলাম প্রমুখ।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে আব্দুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, পলাতক আব্দুল আজিজকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

মুক্তিযুদ্ধকালীন স্থানীয় পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত আলম উদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিনকে নির্যাতনের পর হত্যার অভিযোগে তার বড় ভাই আজিজার রহমান সরকার বাদী হয়ে আব্দুল আজিজকে আসামি করে ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর একটি মামলা করেন।
 
অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের আকবর আলীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন ধর্মপুর গ্রামের আনিছুর রহমান।
এছাড়া ২০১৩ সালের ২৮ ফ্রেবুয়ারি বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশকে পিটিয়ে হত্যা মামলার আসামি জামায়াত নেতা আব্দুল আজিজ।
 
গত বছরের ২০ নভেম্বরে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।