ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

সন্ধ্যায় আবারও বৈঠকে বসছে আ.লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সন্ধ্যায় আবারও বৈঠকে বসছে আ.লীগ ছবি: সংগৃহীত

ঢাকা: পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত এবং প্রতীক বরাদ্দের চিঠি ইস্যু করতে মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় আবারো বৈঠকে বসছে আওয়ামী লীগের স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড।

সন্ধ্যা ছয়টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক।



আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক জানান, বৈঠকে যেসব এলাকার প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি সেগুলো চূড়ান্ত করা হবে।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতীক বরাদ্দের চিঠিতে স্বাক্ষর করবেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানান ওই দুই নেতা।

আওয়ামী লীগের প্রার্থীদেরকেও চিঠি দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সোমবার (৩০ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় অধিকাংশ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। অল্প কিছু পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করা বাকি ছিলো, সেগুলো মঙ্গলবার করা হবে।

সোমবার সন্ধ্যা ৬টায় মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ১৮ সদস্যের মনোনয়ন বোর্ডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় বোর্ড স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড হিসেবে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন বলে সিদ্ধান্ত হয়েছিলো।

যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল আওয়ামী লীগকে প্রার্থীদের নাম পাঠাতে বলা হয়। তৃণমূল আওয়ামী লীগ কোনো কোনো পৌরসভায় একক প্রার্থীর নাম পাঠালেও অধিকাংশ ক্ষেত্রে দুইয়ের অধিক প্রার্থীর নাম পাঠায়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমইউএম/এএসআর

** একক প্রার্থী নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টায় আ’লীগের হাইকমান্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।