ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কর মওকুফ সনদপত্র পাচ্ছে আ.লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
কর মওকুফ সনদপত্র পাচ্ছে আ.লীগ

ঢাকা: নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কর মওকুফ (অব্যাহতি) সনদপত্র পাচ্ছে আওয়ামী লীগ।
 
সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ সনদপত্র দেওয়া হচ্ছে।



বুধবার (২ ডিসেম্বর) রাতে এনবিআরের আয়কর বিভাগের একটি সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
 
সূত্র জানায়, আয়কর অধ্যাদেশের ২০১১ এর এসআরও-৩৩০ অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের আয় করমুক্ত। তবে প্রতি আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
 
সূত্র আরো জানায়, আওয়ামী লীগ নিয়মিত রিটার্ন দাখিল (আয় ব্যয় বিবরণী) করে আসছে। সর্বশেষ ২০১৪ সালের ২৫ নভেম্বর বিবরণী জমা দেয় দলটি।
 
কর মওকুফ সনদপত্র চেয়ে চলতি বছরের ২২ মার্চ দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এনবিআরে পাঠানো হয়।
 
চিঠিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নির্বাচন কমিশনে  নিবন্ধিত ও এনবিআরে নিয়মিত রিটার্ন জমা দিয়ে আসছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে এসআরও ৩৩০ অনুযায়ী আয়কর অব্যাহতিপ্রাপ্ত। সে অনুযায়ী একটি কর মওকুফ (অব্যাহতি) সনদপত্র প্রয়োজন।
 
সূত্র আরো জানায়, কর মওকুফ সনদপত্র কোনো রাজনৈতিক দলের এনবিআরে এটি প্রথম চিঠি। প্রায় আট মাস পর এনবিআর এ সনদপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দু’ এক দিনের মধ্যে এ সনদপত্র দেওয়া হবে।
 
আওয়ামী লীগ কর অঞ্চল-১ এর সার্কেল-২০ রিটার্ন দাখিল করে আসছে। সর্বশেষ দলের পক্ষ থেকে ২০১৪ সালের ২৫ নভেম্বর ২০১৩-১৪ অর্থবছরের রিটার্ন দাখিল করা হয়। এতে ১২ কোটি ৪০ লাখ টাকা আয় ও ৬ কোটি ৭০ লাখ ব্যয় দেখানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।