ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়া সদর জাপার নেতৃত্বে ইকবাল-শহীদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
বগুড়া সদর জাপার নেতৃত্বে ইকবাল-শহীদ

বগুড়া: বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে এইচ এম ইকবালকে সভাপতি, আরিফুল ইসলাম শহীদকে সাধারণ সম্পাদক ও সফিকুল ইসলাম সুইটকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।



শুক্রবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের শহীদ খোকন পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সদর উপজেলা জাপার আহ্বায়ক এইচ এম ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি।

বিরোধীদলীয় হুইপ, জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর এমপি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সদর উপজেলা জাপার সদস্য সচিব আরিফুল ইসলাম শহীদের সঞ্চালনায় সম্মেলনে শরিফুল ইসলাম বলেন, দেশের সার্বিক উন্নয়নে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। জাতীয় পার্টি জনগণের কল্যাণের রাজনীতি করে।

তাই এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তি অর্জন করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার বিকল্প নেই। সারাদেশে সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমেছেন পল্লীবন্ধু এরশাদ ও রওশন এরশাদ। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির কার্যক্রম গতিশীল করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেলা জাপা নেতা সাবেক এমপি অ্যাডভোকেট শাজাহান আলী তালুকদার, সামছুল আলম তালুকদার, ফজলে রহিম মঞ্জু, মোশারফ হোসেন মুকুল, অ্যাডভোকেট ময়নুল ইসলাম, হাজী নুরুল আমিন বাচ্চু, এটিএম শাহ আলম, শহিদুর রহমান পশারী মন্টু, অ্যাডভোকেট সাথী হান্নান, আব্দুল মজিদ সরকার, মোকছেদুল আলম, আবু তাহের আকন্দ, ফারুক আহম্মেদ, মোস্তাফিজ‍ুর রহমান বাদশা, লুৎফর রহমান স্বপন, আব্দুল হান্নান, ছানাউল্লা ছানা, এরফান আলী, আবু জাকারিয়া আবু, আজিজ আহম্মেদ রুবেল, সাহিদুল ইসলাম, মোজাম্মেল হক আকন্দ, সফিকুল ইসলাম সুইট, এমরান রহমান মিঠু, ফরহাদ আলী খোকন, শফিকুল ইসলাম রতন, সাহাদত জামান, সাখাওয়াত হোসাইন জনি, আজিজুল হক রাজু, মাকছুদ আলম, শরিফুল ইসলাম বাবু, নজরুল ইসলাম পান্না, আব্দুল মান্নান, মামুনুর রশিদ মামুন, আইয়ুব হোসেন, মাসুদ রানা জুয়েল, মোজাহার হোসেন লয়া, ইলিয়াস হোসেন, জাহেদুর রহমান, সাব্বির আহম্মেদ হান্নান, মিঠু চন্দ্র, নুর হোসেন, সুলতান, সোহাগ প্রমুখ।

সম্মেলনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এমবিএইচ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।