ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাবি ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ঢাবি ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়: হলের রুম দখলকে কেন্দ্র করে সংঘঠিত সংঘর্ষে জড়িত থাকায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাবি ছাত্রলীগ।

এদের একজনকে সংগঠনের সব ধরনের কর্মকাণ্ড থেকে অব্যাহতি এবং অপরজনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে রোববার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে জানান ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান।



তিনি বলেন, শুক্রবার রাতের ঘটনার পেছনে দায়ী প্রকৃত দোষীদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। তবে প্রাথমিকভাবে হলটির কর্মী এইচ এম ইমরানকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মাসুদ আলমকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

এদের মধ্যে এইচ এম ইমরান হল শাখার যুগ্ম সম্পাদক এবং মাসুদ আলম পাঠচক্র বিষয়ক সম্পাদক।

অপরদিকে জিয়া হলের ঘটনারও তদন্ত চলছে। খুব শিগগিরই জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আবিদ আল হাসান।

তিনি বলেন, সংগঠনের আদর্শ ও নীতির বাইরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগ কর্মী যদি বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবো না। ছাত্রলীগ বিশৃঙ্খলাকারীদের ঠিকানা নয়।

গত শনিবার প্রথম প্রহরে ঢাবির স্যার এফ রহমান হলের রুম দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এ ঘটনায় তিনজন আহত হয়। অপরদিকে ওইদিন সকালে প্রোগ্রামে যেতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ১০জনকে বেধড়ক পিটিয়ে আহত করে একই হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লা।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।