ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ডুয়েট বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, ডিসেম্বর ৭, ২০১৫
ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ডুয়েট বন্ধ ঘোষণা

গাজীপুর: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গাজীপুরে প্রতিষ্ঠিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কামরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

‍একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান প্রফেসর ড. কামরুজ্জামান।

তিনি বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৬টার মধ্যে  ছেলেদের এবং মঙ্গলবার সকাল ৮টার মধ্যে মেয়েদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ’

ক্যাম্পাস সূত্র জানায়, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কুদরত-ই-খুদা হলে ছাত্রলীগ কর্মী রুহুল আমিনের ওপর বাশারসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী হামলা চালায়।
বাশার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিনের সমর্থক বলে ক্যাম্পাসে পরিচিত। ‍

এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রাতুলের সমর্থকরা ওই হলে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হলের আসবাবপত্রসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে তারা।  

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র চঞ্চল কুমার ও ইইই বিভাগের একই বর্ষের ছাত্র মাসুদ রানাসহ কমপেক্ষ ১২জন আহত হন।

তাদের তাৎক্ষণিকভাবে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শতামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড‍া. আব্দুল্লাহ আল মামুন জানান, মাথায় আঘাতপ্রাপ্ত আহত ছাত্র চঞ্চল কুমারের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫, আপডেট: ২০৩৮ ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ