ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোকেয়া দিবস উপলক্ষে মির্জা ফখরুল ইসলামের বাণী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
রোকেয়া দিবস উপলক্ষে মির্জা ফখরুল ইসলামের বাণী মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ফাইল ফটো

ঢাকা: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, “বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তাঁর রুহের মাগফিরাত কামনা করি। বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের এক কিংবদন্তীতুল্য পথিকৃত। নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি যে অবদান রেখেছিলেন-তা তিনি তাঁর দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করেছিলেন। বেগম রোকেয়ার জীবন ও তাঁর আদর্শ বাস্তবায়নেই এদেশের নারী সমাজকে আলোকিত ও আত্মনির্ভরশীল হতে প্রেরণা যোগাবে।

আজকে এই দিনে আমি মহিয়সী নারী বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।