ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‌্যালি করবে বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‌্যালি করবে বিএনপি

ঢাকা: ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
 
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করা হয়।


 
দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কর্মসূচি ঘোষণা করেন।
 
কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের চেয়ারপারসনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকেলে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি। একইসঙ্গে ১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করবে দলটি।
 
এর আগে সাংবাদিক সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দেশে গণতন্ত্র নেই’ বলে অভিযোগ করেন। আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

মির্জা ফখরুল বলেন, দেশে ‘ডেমোক্রেসি স্পেস’ (গণতন্ত্রের ‍জায়গা) নেই বললেই চলে। দলের কোনো সভা-সমাবেশ কেন্দ্রে তো করতেই পারছি না, এমনকি জেলা-থানা পর্যায়েও কোনো কর্মসূচি করার সুযোগ নেই। গণতন্ত্রের নূন্যতম অধিকারটুকুও পাচ্ছেন না নেতাকর্মীরা।
 
তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় সিনিয়র নেতাসহ সারাদেশের নেতাকর্মীরা জেলে। বিভিন্ন জায়গায় বিএনপির সিটি মেয়র, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র-কাউন্সিলরদের সরিয়ে দেওয়া হয়েছে। এতেই প্রমাণ হয়, গণতন্ত্র কোন জায়গায় বিরাজ করছে!
 
মির্জা ফখরুল বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমরা অংশ নিচ্ছি।
 
সংবাদ সম্মেলনে এমকে আনোয়ার, খন্দকার মোশাররফ, নাসিক মেয়র আব্দুল মান্নানসহ দলের সব নেতাকর্মীদের মুক্তি দাবি জানান ফখরুল।
 
এসময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ডিসেম্বর মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বিজয়ের মাসে আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। এমাসেও দলীয় কর্মসূচি পালন করতে পারবো কি-না, জানি না।
 
এসময় উপস্থিতি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমএম/এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।