ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

ভোলায় ২১ অভিযোগের আপিল শুনানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ভোলায় ২১ অভিযোগের আপিল শুনানি

ভোলা: ভোলা ও দৌলতখান পৌরসভা নির্বাচনে বাতিল হওয়া ২১ প্রার্থীর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অভিযোগের শুনানি হয়।


 
আপিল শুনানি পরিচালনা করেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও সদর পৌরসভার রিটানিং কর্মকর্তা সুব্রত কুমার শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল হক।

এছাড়া প্রার্থীসহ তাদের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা পরে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে আপিলের রায় ঘোষণা করা হবে।

প্রথমধাপে আগামী ৩০ ডিসেম্বর ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ তিন পৌরসভা থেকে ১০ মেয়রসহ ১০৮ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাচাই শেষে এক মেয়রসহ ১১ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।