ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

গৌরনদীতে মুখোমুখি স্বামী-স্ত্রী, বাবা-ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
গৌরনদীতে মুখোমুখি স্বামী-স্ত্রী, বাবা-ছেলে

বরিশাল: বরিশালের গৌরনদী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বাবা-ছেলেসহ একই বংশের চারজন।

এনিয়ে ভোটারদের মধ্যে বেশ চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে টরকীর চর এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা এইচএম মোশারফ হোসেন ও তার স্ত্রী রাজিয়া সুলতানা লাভলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বামী-স্ত্রীর নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি সম্পূর্ণ পারিবারিক বলে দাবি করেছেন তারা।

একই পদে বড় কসবা মহল্লার বাসিন্দা এস্কেন্দার আলী খান ও তার ছেলে মামুন খান এবং দুই চাচাতো ভাই বর্তমান পৌর কাউন্সিলর কে এম আহসান ইমাম খায়রুল খান ও মাসুদ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ববিরোধের জের ধরে তারা একে অপরের বিরুদ্ধে লড়ছেন বলে ধারণা স্থানীয়দের।

তবে বর্তমান পৌর কাউন্সিলর কে এম আহসান ইমাম খায়রুল খান বলেন, বংশ থেকে পারিবারিকভাবে আমাকে সমর্থন দিয়েছেন সবাই। আশা করি, এতে কোনো বিরুপ প্রভাব পড়বে না। এছাড়া ১৩ ডিসেম্বরের মধ্যে আমার বংশের অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।