ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিরোধীপক্ষ ধ্বংসে রাষ্ট্রশক্তি ব্যবহার করা হচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
‘বিরোধীপক্ষ ধ্বংসে রাষ্ট্রশক্তি ব্যবহার করা হচ্ছে’

ঢাকা: বিরোধীপক্ষকে ধ্বংস করতে রাষ্ট্রশক্তির ব্যাবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া।
 
শনিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে মওলানা ভাসানীর ১৩৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।


 
বাংলাদেশ ন্যাপ আয়োজিত এ  আলোচনা সভার আগে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বর্তমান ‘অগণতান্ত্রিক ও অনৈতিক’ সরকার বিরোধীশক্তিকে ধ্বংস করতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের পরিবর্তে বল প্রয়োগের মাধ্যমে দমনের চেষ্টা করছে। ‘নিষ্ঠুর স্বৈরশাসক’ প্রতিহিংসার রাজনীতি করছে।

তিনি বলেন, মওলানা ভাসানীকে নিয়ে ভাবতে গেলে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতি চোখ বন্ধ রাখলে চলবে না। তার সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহণ করে গণতন্ত্র হত্যাকারী শক্তির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। নইলে আমাদের অনেক বড় মাসুল দিতে হতে পারে।
 
সভায় আলোচনায় অংশ নেন বিএমএলের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহদুর রহমান তামান্না, ন্যাপের যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গণি শিকদার, সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, সদস্য সোলায়মান সোহেল, মোঃ বেলাল হোসেন, মোঃ জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।